Home / সারাদেশ / ৬ বছরে বাংলাদেশে এসেছে সাড়ে ১৯ হাজার প্রবাসীর মরদেহ

৬ বছরে বাংলাদেশে এসেছে সাড়ে ১৯ হাজার প্রবাসীর মরদেহ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, বিগত ছয় বছরে অর্থাৎ ২০১০ সাল থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৯ হাজার ৫৪৬ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরত আনা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে মো. আলী আজমের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, এর মধ্যে ১৫ হাজার ৬১১ জন প্রবাসী কর্মী হওয়ায় তাদের প্রতি পরিবারকে মরদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে মোট ৫৩ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা দেয়া হয়েছে।

এছাড়া বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের শ্রম উইংয়ের সহায়তায় নিয়োগকর্তা/সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ব্যক্তির নিকট থেকে ৩ হাজার ৪৫৩ জন মৃত কর্মীর অনুকূলে ক্ষতিপূরণের অর্থ হিসেবে আদায়কৃত ২৪০ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা তাদের পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।(জাগোনিউজ)

নিউজ ডেস্ক ।। আপডেট ০৮:৪২ পিএম,১৮ জুলাই ২০১৬,সোমবার
এইউ

Leave a Reply