জাতীয়

৬ দেশে নতুন মিশন খোলা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ.কে.আবদুল মোমেন বলেছেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত। বর্তমানে বিশ্বের ৫৮টি দেশে ৭৭টি কূটনৈতিক মিশন রয়েছে এবং আরো ৬টি দেশে নতুন মিশন খোলা হচ্ছে।’

সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী আরো বলেন, ‘সম্প্রতি রোমানিয়ার বুখারেস্ট এবং ভারতের চেন্নাইয়ে আরো দু’টি মিশন চালু করার সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি কনসুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে।’

এছাড়া, নিউজল্যান্ডের রাজধানী ওয়েলিংটন,আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিং,আর্জেন্টেনিয়া, চীন, ব্রাজিল, ও জার্মানিতে আরো ৬টি মিশন খোলা হবে।

২০২১ সালের মধ্যে বিদেশে গুরুত্ব অনুযায়ী মিশনের সংখ্যা কমপক্ষে ১০০টিতে উন্নীত করা হবে বলে মন্ত্রী সংসদকে জানান।

ঢাকা ব্যুরো চীফ

Share