৬ দফা দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনাসভা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবসে মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, ‘৭ জুন জাতীর জনক বঙ্গবন্ধু’র ঘোষিত ঐতিহাসিক ৬ দফা দিবস। বঙ্গবন্ধু’র ঘোষিত দাবি বাস্তবায়ন করতে গিয়ে কয়েকজন শ্রমিক রাজপথে তাদের জীবন দিয়েছেন। এ ৬ দফা দাবি আন্দোলনের মধ্য দিয়েই বঙ্গবন্ধু বাঙালী জাতি কে জাগ্রত করেছেন।’

তিনি বলেন, আজ অনেকেই স্বাধীনতার দাবিদার। জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে তার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সয়ং-সম্পূর্ণ। ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপচেষ্টাকারীরা বর্তমানে আবারোও নানা ষরযন্ত্রে লিপ্ত হয়েছে। তাই শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে কাজ করতে হবে।’

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, জেলা শ্রমিকলীগের সভাপতি নূরুল ইসলাম মিয়াজী, জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি ইসমাইল হোসেন।

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Share