চাঁদপুরে ৬ দফা দাবিতে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের ব্যানারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।
বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার হাতে পৃথকভাবে এই স্মারকলিপি প্রদান করেন ।
মুক্তিযোদ্ধাদের ৬ দফা হলো- কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নাশকতা নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও তাদের সন্তানদের সরকারি চাকুরীতে নিয়োগ দেওয়া বন্ধ, যুদ্ধাপরাধীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি রাজেয়াপ্ত করা।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরবেন বলে মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করেন।
স্মারকলিপি দেওয়া শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur