প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হয়েছে ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ ডোজ। আজ শনিবার ১৭ এপ্রিল টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। সব মিলিয়ে ৯৬৭ জনের হালকা জ্বর,মাথা ব্যাথা,গা ব্যাথার তো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
প্রথম ডোজ নেয়া ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জনের মধ্যে পুরুষ রয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন। আর নারী আছেন ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নেয়া ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জনের মধ্যে পুরুষ আছেন সাত লাখ ৮০ হাজার ৭৫৯ জন। আর নারী তিন লাখ ৭১ হাজার আট জন।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে টিকা দেয়া শুরু হয়ে চলে বেলা আড়াইটা পর্যন্ত। আজ শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭১ লাখ চার হাজার ৫৬৩ জন।
বার্তা কক্ষ , ১৮ এপ্রিল ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur