সেলফি তোলা এমন এক নেশায় পরিণত হয়েছে যে সেলফি তুলতে গিয়ে কত মানুষের যে মৃত্যু হয়েছে তার হিসাব নেই। তবুও থেমে নেই এই সেলফি তোলা। এই সেলফি খেলতে গিয়েই প্রাণ হারালেন চীনের ২৬ বছরের স্টান্টম্যান সুপারম্যান খ্যাত ইউ ইয়ুংনিং। ঘটনাটি মাসখানেক আগের, তবে সামনে এসেছে সম্প্রত
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ৬২ তলা বাড়ির ছাদের বাইরের দেওয়াল ধরে পুলআপ করছিলেন তিনি। কিন্তু সফল হল না ওই স্টান্ট। হাত ফসকে পড়ে গিয়ে মৃত্যু হল তার। স্বল্প দৈর্ঘ্যের ওই ভিডিওয় স্পষ্ট বোঝা যাচ্ছে, ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছিল ইউয়ের মুঠো। নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি। কিছুক্ষণ ওভাবে ঝুলে থাকার পরই পড়ে যান ইউ। জানা গেছে, চীনা সুপারম্যান নামে এক ডাকে সকলেই চিনত তাকে।
মার্শাল আর্ট জানা ইউ তরুণদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। বেশ কিছু সিনেমায় স্টান্টম্যান হিসেবে কাজও করেছেন তিনি। সম্প্রতি সে সব ছেড়ে পুরোপুরি এই মরণখেলায় মেতেছিলেন ইউ। চীনের সোশাল মিডিয়ায় চড়া দামে বিক্রি হতো এই সমস্ত ছবি আর ভিডিও। তবে ৮ নভেম্বরের পর সোশাল মিডিয়ায় ইউয়ের নতুন কোনো ছবি, ভিডিও দেখতে না পেয়ে ফ্যানরা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। কানাঘুষোয় ছড়াচ্ছিল ইউয়ের মৃত্যুর খবর।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur