ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৬০ ঘণ্টা পর চাঁদপুর নদী বন্দর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান।
তিনি বলেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা মেঘনা নদী উত্তাল ছিল। যার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ৬০ ঘণ্টা পর আজ দুপুর ১টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এর আগে গত ২৬ মে রোববার সকাল ৬টা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নৌ-দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
চাঁদপুর জেলা আবহাওয়া বিষয়ক কর্মকর্তা শাহ মো. শোয়াইব জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৮ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur