কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে চাঁদপুরে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ শনিবার ৮ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ্ সলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড. জহির উদ্দিন বাবর, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন,
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জাকির হোসের ফয়সাল, জেলা যুবদলেরর সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সধারণ সম্পদক নুরুল আমিন খান আকাশ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী, জেলা জিয়া মঞ্চের সভাপতি শোয়েব মো. কলিম প্রমুখ।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকার এদেশে একদলীয় বাকশাল চিরস্থায়ী করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্য তারা নানারকম ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে দেশের জনগণ তাদের অবিচার, গুম, খুন আর জুলুমের জবাব দেয়ার জন্য মুখিয়ে রয়েছে।’
বক্তারা আরো বলেন, ‘সরকার সম্পূর্ণ অবৈধভাবে দেশের সাবেক তিন বারের প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাঅন্তরিণ করে রেখেছে। শুধু তাই নয়, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ত কারাগারে আদালত স্থনান্তরিত করে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার ষড়যন্ত্র করছে।’
বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি কখনোই নির্বাচনে যাবে না। আমরা নিয়মন্ত্রান্তিক আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে পূনরায় এদেশের প্রধানমন্ত্রীর আসনে বসাবো।’
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur