কচুয়ায় ৫ হাজার রোগী পেলো বিনামূল্যে সেবা

চাঁদপুরের কচুয়ায় ‘অসহায়ের বন্ধু ফাউন্ডেশনের’ উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত দিনব্যাপী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি-মেডিকল ক্যাম্পেইনে প্রায় ৫ হাজার অসহায় গরীব রোগীদের বিনাম‚ল্যে ব্লাড পরীক্ষা, চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ বিতরন, উন্মুক্ত ইসলামিক পাঠাগার উদ্বোধন, ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞের প্রদর্শনী, মাদক বিরোধী ধুমপান সচেতনতা করে অসহায়দের বন্ধু ফাউন্ডেশন।

ফ্রি স্বাস্থ্য সেবা মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার। এসময় সহযোগিতায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী রশিদ, সংগঠনের সমন্বয়ক জুনায়েদ প্রধান, সদস্য ফয়সাল মিয়াজী, মো. আনাস, মো. আশেক এলাহী, জহিরুল ইসলাম, ইমরান হোসেন, নেসার আহমেদ, প্রবাসী হাফেজ নাসির উদ্দিন, মোয়াজ্জেম, রাসেল, কামাল সরকার,কামাল মোল্লা, হাবিবুর রহমান সহ আরো অনেকে।

দিনব্যাপী এ ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনে ঔষধ ও অন্যান্য কাজে আর্থিক সহযোগিতা করেন, চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। এতে চিকিৎসা সেবায় সহায়তা করে সাচার পপুলার হাসাপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ অক্টোবর ২০২৫