মহামারির মধ্যে স্বাস্থ্যসেবা খাতকে আরো গতিশীল করতে শিগগিরই পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার ১৭ মে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন,মাত্র ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। চিকিৎসা খাতকে আরো শক্তিশালী করতে আরো নতুন অন্তত ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এ টেকনোলজিস্টদের নিয়োগ দেয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, বাংলাদেশে ১ লাখ ২৮ হাজার ৭৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেখানে কাজ করছেন ৫ হাজার ১৮৪ জন।
বার্তা কক্ষ , ১৮ মে ২০২০
এজি