দেশে এ পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন লোক করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন পুরুষ এবং ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন নারী রয়েছেন। আর আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।
৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা.মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৩ হাজার ২৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭ হাজার ৯৮০ এবং নারী ৫ হাজার ৪৮ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ২১ হাজার ৩১৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৭৪ হাজার ২০,ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৭৬ হাজার ৮৫৩, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ২৪ হাজার ৪৪৩,রাজশাহী বিভাগে ৬ লাখ ৩৮ হাজার ৬৪৩,রংপুর বিভাগে ৫ লাখ ৭২ হাজার ৬৮৪,খুলনা বিভাগে ৭ লাখ ৪ হাজার ৫৫৩,বরিশাল বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬৮৬ এবং সিলেট বিভাগে ২ লাখ ৮৯ হাজার ৫২৪ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর দ্বিতীয় ডোজ হবে।
আজ ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে আজ স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানিয়েছেন।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বার্তা কক্ষ , ৮ এপ্রিল ২০২১
এজি