৫ লাখ মে.টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎপাদন কমে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখা এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকারের এ সিদ্ধান্ত নেয়।
বুধবার (৫ জুলাই ) বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,মে মাসে ঘূর্ণিঝড় মোরায় এবং এরপর ভারী বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সবদিক বিবেচনায় নিয়ে‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে’৫ লাখ মে.টন অপরিশোধিত লবণ আমদানির উদ্যোগ নেয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের হিসাবে এ বছর দেশে লবণের চাহিদা ১৫.৭৬ লাখ মে. টন। এর বিপরীতে জুন মাসে শেষ হওয়া লবণ মৌসুমে উৎপাদন হয়েছে ১৩. ৬৪ লাখ মে.টন।
এ হিসাবে এ বছর ঘাটতি থাকছে ২.১২ লাখ মে.টন।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চাহিদা মোতাবেক লবন উৎপাদনের জন্য চাষিদের সরকার সবসময়ই উৎসাহ প্রদান করে আসছে।
তাই লবন আমদানির ক্ষেত্রে দেশের লবন উৎপাদনকারীদের সবসময় সরকার স্বার্থ রক্ষা করে থাকে। কিন্তু এবার ঘুর্ণিঝড় মোরা’য় এবং বৃষ্টির কারণে লবন উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে।
সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ৫ লাখ টন অপরিশোধিত লবন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে।
নিউজ ডেস্ক
:আপডেট,বাংলাদেশ সময় ৫: ০০ পিএম, ৮ জুলাই ২০১৭,রোববার
এজি