৫ বিচারপতির ৫ জজ কোট, শিশু পরিবার ও কোতয়ালী থানা পরিদর্শন

শিশু অধিকার সম্পর্কিত সুপ্রীম কোর্টের বিশেষ কমিটির পাঁচ সদস্যের একটি দল আজ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের শিশু আদালত পরিদর্শন করেন।

শুক্রবার (৬ জুলাই) সকালে বিশেষ কমিটির সভাপতি ও আপীল বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ ইমান আলী দলটির নেতৃত্ব দেন।

পরিদর্শন শেষে দলটি জেলা জজশীপ ও মেজিস্ট্রেটশীপের বিচারকদের সাথে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিশেষ কমিটির সভাপতি ও আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

এসময় সুপ্রীম কোর্টের বিশেষ কর্মকর্তা, ডেপুটি রেজিস্ট্রার, সমাজসেবা অধিদ্প্তরের পরিচালক, আইন মন্ত্রাণালয়ের প্রতিনিধি এবং ইউনিসেফ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাঁচ সদস্যের বিচারপতি দলের অন্যান্যরা হলেন বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

এছাড়া দলটি কুমিল্লা নগীরর সংরাইশ সরকারি শিশু পরিবার এবং কুমিল্লা কোতয়ালী মডেল থানা পরিদর্শন করেন।

প্রতিবেদক- জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা

Share