Sunday, 05 July, 2015 8:49:10 PM
আন্তর্জাতিক ডেস্ক:
৫৯ দিন পর ঘুম ভাঙল এক ব্রিটিশ তরুণীর ৷ঘুমের জন্য মানুষ অনেক কিছুই করে থাকেন৷কেউ ওষুধ খান, তো কেউ আবার নানাবিধ নিয়ম পালন করেন৷ কিন্তু দিনের পর দিন একনাগাড়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন ইমার্ল ডুপে নামে ওই তরুণী৷ চিকিৎসকরা মনে করেন, সুস্থ থাকার জন্য ছয় থেকে আট ঘণ্টার ঘুমই যথেষ্ট৷ কিন্তু এই সময় যে তাঁর কাছে নিতান্তই কম৷
টানা দু’মাস ঘুমানো তাঁর কাছে কোনও ব্যাপারই নয়৷ ঘুমের মধ্যেই চলেছে খাওয়া-দাওয়া৷ তাঁর ঘুমের জ্বালায় বিরক্ত ডুপের পরিবারের লোকজন৷ তবে ডুপে সুস্থ নন৷ ঘুমজনিত অস্বাভাবিকতার শিকার তিনি৷ চিকিৎসা বিজ্ঞানে যার নাম দেওয়া হয়েছে ‘ক্লেইন লেভিন’ বা ‘স্লিপিং বিউটি’৷ সারা বিশ্বে প্রায় এক হাজার মানুষ এই রোগের শিকার৷ তাঁদের মধ্যে অধিকাংশই অবশ্য পুরুষ
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।