৫৮ দল নিয়ে জাতীয় পার্টির নতুন জোট ঘোষণা করেছেন এরশাদ। রোববার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নতুন জোটের ঘোষণা দেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ জোট ঘোষণা করা হয়। জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোটের নাম দেয়া হয়েছে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স বা ‘সম্মিলিত জাতীয় জোট’। এতে ৫৯টি রাজনৈতিক দল শামিল হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতেই এরশাদ নবগঠিত জোটের চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে জোটের প্রধান মুখপাত্র হিসেবে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার দায়িত্ব পালন করবেন বলেও জানান।
জোটের গঠন প্রক্রিয়া সম্পর্কে এরশাদ বলেন, ‘প্রথম পর্যায়ে দু’টি রাজনৈতিক দল ও দু’টি জোট—এ চার শরিক নিয়ে আমরা বৃহত্তর একটি জোট গঠন করেছি। আরো দু’টি নিবন্ধিত দলের সঙ্গে আমাদের কয়েক দফা কথা হয়েছে। তারাও আমাদের প্রাথমিক আলোচনায় আসার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাদের সুবিধামতো সময়ে আলোচনা করে সিদ্ধান্ত জানালে আমাদের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
এর মধ্যে জাতীয় ইসলামী মহাজোটে আছে ৩৫টি দল এবং বাংলাদেশ জাতীয় জোটে আছে ২২টি দল। দু’জোটভুক্ত ৫৭ দল আর জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্ট নিয়ে ৫৯টি নিয়ে ইউএনএ গঠন করা হয়েছে।
এরশাদ বলেন,‘আমরা স্বাধীনতার চেতনা, ইসলামী মূল্যবোধ তথা সব ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারী এবং ধারক ও বাহক। আমাদের অঙ্গীকারে আছে,এ জোটে কোনো স্বাধীনতা বিরোধীদের জায়গা হবে না।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক,বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী ।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৫: ৪৫ পিএম, ৭ মে ২০১৭, রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur