৫৩ প্যাথিডিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১২:৪১ অপরাহ্ণ, ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ৫৩টি প্যাথিডিন ইনজেকশনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।

বেদনানাশক এই ইনজেকশন নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। ফলে চিকিৎসকের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন ছাড়া তা বিক্রি নিষিদ্ধ।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্টেশন এলাকায় লিমা বেগম (২২) নামে ওই নারীকে আটক করা হয়।

“ওই নারীর কাছে ৫৩টি প্যাথিডিন পাওয়া গেছে। তিনি রেলস্টেশনে তা বিভিন্নজনের কাছে বিক্রি করছিলেন,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

লিমার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই রফিক।

Share