মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সোমবার (৯ জানুয়ারি) শুরু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এমপি’র পক্ষে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম তালুকদার।
এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছরে যে উন্নয়ন করেছে বিগত ৫০ বছরেও কোন সরকার তা করতে পারেনি। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ-মন্দির ও বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে মতলবের ন্যায় সারা দেশে উন্নয়ন কার্যক্রম হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে এবং বেকারত্ব দূর হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ আজ ঘরে বসেই দেশ-বিদেশের খোঁজ খবর নিতে পারছে এবং সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে। ডিজিটাল কার্যক্রম চালু হওয়ার কারনেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পৌঁছতে পেরেছে। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের অবদান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ন কবির প্রধান, সাধারণ সম্পাদক বি.এইচ.এম কবির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কায়সার জামিল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান, এজিএম মোসলেহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জনি, রিসোর্স ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, সদস্য রোটা. মাহ্ফুজ মল্লিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিকবৃন্দ ও সুধী জন।
আলোচনার সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী ৩৫টি স্টল পরিদর্শন করেন।
মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ৯ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ