চাঁদপুর জেলা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরাণবাজারের গত ৪দিন ধরে বিদুৎবিহীন রয়েছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঝড় বৃষ্টি চলাকালে হঠাৎ ট্রান্সফরমার বিকল হবার ঘটনায় গত চারদিন ধরে বাজারের ট্রঙ্কপট্টি, খলিফা পট্টি ও তামাক পট্টির সংযোগ সড়কের বিদুৎ চলে যায়।
এরপর থেকে বৃষ্টি কমলেও আর বিদ্যুৎ আসেনি। ওই দিন সন্ধ্যার পর থেকে রোববার পর্যন্ত বিদ্যুৎ বিহীন অবস্থায় অসহনীয় দুর্ভোগের মধ্য পড়েন মসজিদ পট্টি, ট্রাঙ্কপট্ট্রি, খলিফাপট্টি, মনোহরীপট্টি তামাকপট্টির ব্যবসায়ি ও দোকানিরা।
তামাকপট্টির রয়েল মোবাইল ডট কমের কর্মচারি জানান, ‘গত চারদিন তাতাইল গরম করতে না পারায় সব কিছু অচল।’
ট্রাঙ্ক পট্টির ব্যবসায়ী দেওয়ান টিপু চাঁদপুর টাইমসকে জানান, ‘এভাবে ব্যবসায়িক এলাকা অন্ধকারে রাখা বিদ্যুৎ বিভাগের গাফলতি।’
খলিফাপট্টির দোকানীরা চাঁদপুর টাইমসকে জানান, ‘বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে জানানোর পর লাইনম্যান তারা চঙ্গা নিয়ে দুইদিন ট্রান্সফরমার স্থলে আসতে দেখেছেন, বিদ্যুৎ দিতে পারেনি। বাতি জ্বলছে না, তাদের দোকান অন্ধকারে রয়েছে।’
চাঁদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. ইসমাইল হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, ‘ওই ট্রান্সফরমারের একটি ফেইজ পাচ্ছে না। ট্রান্সফর্মার আনার জন্য কুমিল্লায় লোক গেছে। আমরা চেষ্টা করবো আজকের (রোববার) মধ্য যাতে সেটি লাগানো যায়।’
প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ এএম, ২৪ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ