৪ দফা দাবিতে কুমিল্লায় ম্যাটস’র শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ২০১৫-এর খসড়ায় মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিচয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা না থাকায় ও অন্যান্য ডিপ্লোমা কোর্সের ন্যায় উচ্চশিক্ষার ব্যবস্থাসহ ৪ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে ম্যাটস’র শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন ম্যাটস’র দাবি আদায় সমন্বয় কমিটির সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দিন রাজু।

মানববন্ধনে কুমিল্লার সরকারি বেসরকারি ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কুমিল্লা করেসপন্ডেন্ট :

|| আপডেট: ০৩:৪৩ পিএম,২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর

 

Share