Home / চাঁদপুর / চাঁদপুর জেলায় আরো ৪৯ জনের করোনা শনাক্ত : সংখ্যা বেড়ে ৮০০
৪৯ জনের করোনা

চাঁদপুর জেলায় আরো ৪৯ জনের করোনা শনাক্ত : সংখ্যা বেড়ে ৮০০

চাঁদপুর জেলায় আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে ২৭ জুন শনিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, এ দিন ১০০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৯টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

এর মধ্যে মতলব উত্তরের ১৫ জন, হাইমচরের ৯ জন, হাজীগঞ্জের ৬ জন, ফরিদগঞ্জের ৬ জন, চাঁদপুর সদরের ৫ জন, মতলব দক্ষিণের ৫ জন ও কচুয়ার ৩ জন রয়েছেন। মৃত বেড়েছে ৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের উপসর্গে মৃত শামছুল হক (৮০) এবং মতলব উত্তরে উপসর্গে মৃত জাকির হোসেন (৫৫)ও রয়েছেন। এছাড়া মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর গ্রামের নিত্যলাল সরকার (৬৫) করোনায় আক্রান্ত অবস্থায় শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মারা যান।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০০ জন। মৃত বেড়ে হলো ৫৩জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮০০ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০৬ জন, শাহরাস্তিতে ৯৩ জন, মতলব দক্ষিণে ৮৪ জন, হাজীগঞ্জে ৮৩ জন, ফরিদগঞ্জে ৭৮ জন, হাইমচরে ৬১ জন, মতলব উত্তরে ৬১ জন ও কচুয়ায় ৩৪ জন।

জেলায় মোট ৫৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১৪জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

করেসপন্ডেন্ট, ২৭ জুন ২০২০