৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪শ ৮৭ জন নিয়োগ দেয়া হবে। এ ছাড়া নন-ক্যাডারে নিয়োগ দেয়া হবে ২শ ১ জন। অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১০ ডিসেম্বর থেকে-চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৪৭তম বিসিএস থেকে ৩ হাজার ৬শ ৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এ বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। ২৯ পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে ক্যাডার ও নন-ক্যাডারভিত্তিক পদের তালিকা ও সংখ্যা, আবেদনের প্রক্রিয়া,যোগ্যতা,ফরম পূরণের নিয়ম ও দরকারি নির্দেশনা দেয়া হয়েছে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১-৩২,তারাই আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে (http://bpsc.teletalk.com.bd)। নোটিশ ও বিস্তারিত তথ্য যানা যাবে পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd)।
চাঁদপুর টাইমস রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪
এজি