৪৬ জনই শ্বাসনালী পুড়ে মারা গেছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। 

তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনটিতে বদ্ধ অবস্থার তৈরি হয়েছিল। এ অবস্থায় সেখানে অতিরিক্ত ধোঁয়া ও তাপে কেউই শ্বাস নিতে পারছিলেন না। তাই যতজন মারা গেছেন সবাই শ্বাসনালি পুড়ে মারা গেছেন।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তিরত রোগীদের দেখে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অনেক সকালে প্রধানমন্ত্রী ফোন দিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছেন। সবার চিকিৎসার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন।

এদিকে নিহতদের দাফন-কাফনে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আর আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী।

চাঁদপুর টাইমস ডেস্ক/১ মার্চ ২০২৪

Share