Home / উপজেলা সংবাদ / ৪৫ লাখ টাকা ব্যয়ে হাজীগঞ্জে ঘণ্টায় ৮০ হাজার লিটার পানির পাম্প উদ্বোধন
৪৫ লাখ টাকা ব্যয়ে হাজীগঞ্জে ঘণ্টায় ৮০ হাজার লিটার পানির পাম্প উদ্বোধন

৪৫ লাখ টাকা ব্যয়ে হাজীগঞ্জে ঘণ্টায় ৮০ হাজার লিটার পানির পাম্প উদ্বোধন

চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে এই প্রথম প্রতি ঘণ্টায় ৮০ হাজার লিটার পানির পাম্প উদ্বোধন করা হয়। গত ৭ ডিসেম্বর সোমবার হাজীগঞ্জ মডেল কলেজ সংলগ্ন স্থানে নতুন পানির পাম্প উদ্বোধন শেষে বৃহস্পতিবার পৌর সচিব মো. নুর আজম শরীফ প্রেসবিফিং দেন।

এ সময় তিনি সাংবাদিকদের সাথে বলেন, পৌর এলাকার ১৭শ গ্রাহকের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করার লক্ষ্যে ঘণ্টায় ৮০ হাজার লিটার পানি সরবরাহ হবে। এতে ব্যয় হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা।

এ সময় তিনি আরো বলেন, বিগত ৪ মাসে পৌরসভার আলীগঞ্জ, বলাখাল ও সর্বশেষ মডেল কলেজ সংলগ্ন পানির পাম্প স্থাপন করা হয়েছে।

এ সময় তিনি বলেন, প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে পৌর কবরস্থানের পাশে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হবে, যা বর্তমানে ট্রেন্ডার প্রক্রিয়াধীন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত ওয়াটার সুপার প্রকৌশলী মাহবুবর রশিদ।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৯:৩৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর