চাঁদপুর

চাঁদপুরে ১৫ পুলিশসহ আরো ৪৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ১৫ পুলিশসহ আরো ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৬ জন (১৫জন পুলিশসহ), মতলব দক্ষিণের ১৫জন (আইসিডিডিআরবি’র ১৩জনসহ), হাজীগঞ্জের ১জন, শাহরাস্তির ১জন ও ফরিদগঞ্জের ১জন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৪জন।

সিভিল সার্জন অফিস সূত্রে ২০ জুন শনিবার এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ দিন মোট ৯৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৪টি পজেটিভ। নেগেটিভ ৫৪টি। আরেকটি পজেটিভ রিপোর্ট পূর্বে আক্রান্ত রোগীর।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫৫৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০৮জন, মতলব দক্ষিণে ৭১জন, শাহরাস্তিতে ৬৪জন, হাজীগঞ্জে ৬৩জন, ফরিদগঞ্জে ৬১জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন ও মতলব উত্তরে ২৭জন।

জেলায় মোট ৪৪জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৩জন, চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৩জন ও মতলব দক্ষিণে ২জন। -প্রবাহ

বার্তা কক্ষ, ২০ জুন ২০২০

Share