তথ্য প্রযুক্তি

৪২% মানুষ দিনে ১ বার হলেও মোবাইল গেমস খেলে

প্রতি ১০০ জন মানুষের ৪২ জন দিনে একবার হলেও মোবাইল গেমস খেলে থাকেন। সম্প্রতি এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

অ্যাড-কলোনি নামের একটি অ্যাডভার্টাইজিং ও মার্কেটিং প্ল্যাটফরম ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা (ইএমইএ) অঞ্চলে ১ হাজার ২৫০ জনের ওপর জরিপ চালিয়ে এমন চিত্র পেয়েছে। খবর: আনাদলু এজেন্সি।

জরিপে উঠে আসে, প্রতি ১০০ জনের ৮৮ জনই মোবাইল গেমস খেলে থাকেন। এর মধ্যে প্রতি ১০০ জনের মধ্যে ৪২ জন দিনে অন্তত একবার মোবাইল গেমস খেলেন।

এসব খেলোয়াড় বলেন, গেমস তাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে। প্রতিনিয়ত গেমস খেলায় সময় কাটানোর পরিমাণ বাড়ছে।

জরিপে অংশ নেওয়া ইএমইএ অঞ্চলের প্রায় ৭০ ভাগ ব্যক্তি জানান, তারা সপ্তাহে তিন ঘণ্টার বেশি গেমস খেলে থাকেন।

এছাড়া ৮০ ভাগই জানান, তারা গেমস খেলার সময় ভালো মানসিক অবস্থায় থাকেন। সময় কাটানোর জন্য গেমস খেলেন বলে জানান ৪৭ ভাগ অংশগ্রহণকারী।

বার্তাকক্ষ, ০৭ মার্চ,২০২১;

Share