৪২৭২ নন-ক্যাডার পদে পছন্দক্রম আহ্বান

৪০তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু ক্যাডার পদে নিয়োগ সুপারিশ পায়নি, এমন প্রার্থীদের থেকে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদ পছন্দক্রমের মাধ্যমে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। সারা দেশে চার হাজার ২৭২টি শূন্যপদের বিপরীতে এ আবেদন আহ্বান করা হয়েছে।

রবিবার (০৩ সেপ্টেম্বর) পিএসসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৩০ এপ্রিল পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,পছন্দক্রম উল্লেখ করে নন-ক্যাডার পদের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট বিকাল ৬টা থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমে ৯ম গ্রেড পছন্দক্রমে রাখার পর ধারাবাহিকভাবে বাকি গ্রেডের পদগুলো পছন্দক্রমে যুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইকোর্টে রিট থাকার কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বা উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদ পছন্দক্রম আহ্বান করা হয়নি।

৩ সেপ্টেম্বর ২০২৩
এজি

Share