চাঁদপুরে কচুয়া পৌরসভার ২০২০-২০২১ নতুন অর্থ বছরে নতুন কোন করারোপ ছাড়াই প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে ৪০ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৬ শ’ ৮৩ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন ।
কার্য সহকারী ইউসুফ ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর সচিব জহিরুল আলম, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক প্রানধন দেব প্রমুখ।
বাজেটে সর্বমোট রাজস্ব ও উন্নয়ন বাজেটের আয় ধরা হয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ৬শ ৮৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৯৬ হাজার ৬ শ’ত ৮৩ টাকা ও উদ্বৃত্ত ধরা হয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার টাকা।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ২২ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur