সদ্য ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে কচুয়া উপজেলার পালাখাল মজুমদার বাড়ির আব্দুল গনি মজুমদারের সন্তান মো. আবু জাফর মজুমদার সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তার এ সাফল্যে পরিবারের পক্ষ থেকে কচুয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এ ফুলেল শুভেচ্ছা ও দোয়া প্রার্থনা করেন। এসময় লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়সহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার পালাখাল মজুমদার বাড়ির গৌরব মো. আবু জাফর মজুমদার ২০১১ সালে এসএসসি শহীদ পুলিশ স্মারিটি স্কুল এন্ড কলেজে থেকে জিপি এ-৫, ২০১৩ সালে এসওএস হারমান মেইনার কলেজ ঢাকা থেকে এইচএসসিতে জিপিএ-৫ ও ২০১৮ সালে বুয়েট থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। ভবিষ্যতে প্রশাসনিক পদে কর্মরত থেকে দেশ ও সাধারন মানুষের কল্যাণে কাজ করতে সকলের দোয়া চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur