সুন্দরবনের কর্তন নিষিদ্ধ প্রায় চারশ ঘনফুট সুন্দরী গাছসহ ট্রলার জব্দ করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং দল। শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর শুকপাড়া খাল থেকে গাছসহ ট্রলারটি জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। জব্দ করা গাছ রেঞ্জ অফিসে নেয়া হচ্ছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষণ অফিসার (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ জানান, একদল পাচারকারী সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ কেটে ট্রলারে করে নিয়ে যাচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন রক্ষায় সম্প্রতি গঠিত স্মার্ট পেট্রোলিং দল অভিযানে যায়।
পাচারকারীরা স্মার্ট পেট্রোলিং দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলার ও গাছ ফেলে আগেই পালিয়ে যায়। জব্দ করা সুন্দরী গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।
নিউজ ডেস্ক ।। আপডেট ০৫:১১ পিএম,০৮ জুলাই ২০১৬,শুক্রবার
এইউ