চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় শনিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশা চাপায় শিশুর করুণ মৃত্যু হয়েছে।
নিহত শিশু আকলিমা (৩) চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকার মাসুদ মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে আকলিমা নানার বাড়ি থেকে বাকিলা বাজারে যাচ্ছিল। পথে সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
: আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ২৩ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur