চাঁদপুর শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে এক মা তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন। আটককৃত মোঃ রাজন (২৫) নামের ওই ছেলে উপজেলার আয়নাতলী গ্রামের মিয়াজী বাড়ির মোঃ শাহ্জাহান এর পুত্র।
মাদকাসক্তের মা কুসুম বেগম জানায়, আমার ছেলে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আমার ও আমার পরিজনের উপর অত্যাচার করে আসছিলো।
গত শুক্রবার সকলে আমার নিকট টাকা দাবি করলে আমি দিতে অনিহা প্রকাশ করলে সে আমাদের বসত ঘর ভাংচুর করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তার অত্যাচার সইতে না পেরে আমি উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই. মোঃ আনিছুর রহমানকে মোবাইলে ফোন করি। পরে ওই দিন এস.আই. আনিছুর রহমান ঘটনার স্থলে এসে অভিযুক্ত রাজনকে শাহ্রাস্তি থানায় নিয়ে আসে।
আইনি প্রক্রিয়া অনুসরন শেষে অভিযুক্ত রাজনকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করে।
স্টাফ করেসপন্ডেট
৮ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur