চাঁদপুরে শনিবার আরো ৩৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায় ২৫ জুলাই শনিবার সকালে ৭০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৮টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৩২টি রিপোর্ট করোনা নেগেটিভ।
এর মধ্যে চাঁদপুর সদরের ১৭ জন, হাইমচরের ৭ জন, মতলব দক্ষিণের ৯ জন, ফরিদগঞ্জের ২ জন, হাজীগঞ্জের ১ জন ও কচুয়ার ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৩২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬২৩জন, ফরিদগঞ্জে ১৮৫জন, মতলব দক্ষিণে ১৮২জন, শাহরাস্তিতে ১৬১জন, হাজীগঞ্জে ১৫৪জন, মতলব উত্তরে ১৩১জন, হাইমচরে ১২৪জন ও কচুয়ায় ৭২জন।
জেলায় মোট ৭১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৫ জুলাই ২০২০