হাইমচর

৩৬ তম বিসিএসে দেশসেরা চাঁদপুরের মোহাম্মদ কামাল

৩৬ তম বিসিএস এ পরিসংখ্যান কর্মকর্তা ক্যাডারে দেশসেরা হয়েছেন চাঁদপুর হাইমচর উপজেলার মোহাম্মদ কামাল হোসেন। তার এ গৌরবপূর্ণ অর্জনে এলাকাবাসী ও সকল বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন মো. আসাদুজ্জামান ফারুক।

তিনি ২০০৪ সালে আলগী সিনিয়র মাদ্রাসা থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে দাখিল পাস করেন এবং ওই সনে হাইমচর উপজেলা পর্যায়ে এটাই ছিলো সেরা ফলাফল।

পরে ২০০৬ সালে চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে এইচএসসি পাস করেন। এরপর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে অর্নাস ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে অর্থনীতি বিভাগ থেকে সফলতার সাথে উত্তীর্ণ হন।

সবশেষ তিনি ৩৬ তম বিসিএস এ পরিসংখ্যান কর্মকর্তা ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন।

দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক কামাল হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদির ও মারুফা বেগমের পুত্র। আগামি দিনগুলোকে মানুষ, মানবতা ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ২০ অক্টোবর, ২০১৭ শুক্রবার
ডিএইচ

Share