আগামী ২০১৭ শিক্ষাবর্ষের প্রাথমিক পাঠ্য ও শিক্ষক নির্দেশিকা বই ছাপার কাজ দেশি মুদ্রাকরদের পাশাপাশি বিদেশি মুদ্র্রাকরেরাও পাচ্ছেন। কারণ সর্বনিম্ন দরদাতার মধ্যে কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে।
এনসিটিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সর্বনিম্ন দরদাতাদের মধ্যে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রাথমিকের শিক্ষক নির্দেশিকা বইয়ের পুরো কাজের সর্বনিম্ন দরদাতা হয়েছে ভারতীয় একটি ্রতিষ্ঠান। তবে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে বলা যাবে কারা কাজ পাচ্ছে।
মাধ্যমিক স্তরের ৪০ লাখ ৩২ হাজার শিক্ষক নির্দেশিকা বই বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ছাপানো হচ্ছে বলে জানা গেছে।
সূত্র জানায়, ২০১৭ সালের জন্য প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ৩৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৯শ’৭৯ কপি বই ছাপানো হবে। বইয়ের মধ্যে ্রপ্রাক-্র্রাথমিকের বই ১ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৩২ কপি, প্রাথমিকের ১০ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ৩২৭ কপি, মাধ্যমিকের ২৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৩০ কপি, প্রাথমিক শিক্ষক গাইড ৬০ লাখ ১ হাজার ৭২৪ কপি, মাধ্যমিকের শিক্ষক গাইড ৪০ লাখ ৩২ হাজার ও ব্রেইল বই ৯ হাজার ৬৬ কপি।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১১ জুলাই ২০১৬, সোমবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur