সারাদেশ

৩৬তম বিসিএসে ৫ হাজার ৯শ’৯০ জন উত্তীর্ণ

৩৬তম বিসিএসে ৫ হাজার ৯শ’৯০ জন উত্তীর্ণ হয়েছে বলে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি )বিকেলে সরকারি কর্মকমিশনের এক বৈঠকের পর ফলাফল প্রকাশের এ সিদ্ধান্ত নেয়া হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার ২ হাজার ১ শ’৮০টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে।

গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন । উত্তীর্ণ হন ১৩ হাজার ৬শ’৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪ শ’৬৮ জন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ১৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share