৩৪ ডিসিকে পদায়ন

দেশের ৩৪ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে তাদেরকে মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২০ আগস্ট ওই ২৫ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত আছে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪
এজি

Share