Home / চাঁদপুর / চাঁদপুরে ১০১ জনের নমুনা থেকে ৩৪ জনের করোনা শনাক্ত
৩৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ১০১ জনের নমুনা থেকে ৩৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২ জুলাই রোববার জেলায় ১০১ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ। আর নেগেটিভ রিপোর্ট আসে ৬৭ জনের।

চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৯ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ১০ জন এবং কচুয়া উপজেলায় ৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ হাজার ২৮৫ জন। এর মধ্যে ১১ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮১ জন। মারা গেছেন ৬৬ জন।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১ হাজার ২৮৫ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় সনাক্ত হয়েছেন ৪৯৬ জন, হাইমচর উপজেলায় ৯৩ জন, মতলব উত্তর উপজেলায় ৮১ জন, মতলব দক্ষিণে ১৪৯ জন, ফরিদগঞ্জে ১৫২ জন, হাজীগঞ্জে ১২৭ জন, কচুয়ায় ৫৪ জন, শাহরাস্তিতে ১২৮ জন।

মৃত ৬৬ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচরে ১ জন।

বার্তা কক্ষ, ১২ জৃুলাই ২০২০