ফরহাদ রেজা, বয়স ১৩ বছরের কাছাকাছি। এবারের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে সে। কৌতুহলী এ শিক্ষার্থী ফরহাদ রেজার বয়স ১৩ বছর হলেও উচ্চতা সে মাত্র ৩৪ ইঞ্চি।
এমনই এক কৌতুহলী শিক্ষার্থী কচুয়া উপজেলার বিতারা ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তাকে দেখতে প্রতিদিন এলাকার শত শত উৎসব মুখর মানুষ মাদ্রাসা কেন্দ্র এলাকায় ভিড় জমায়।
পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানা যায়, উপজেলার দুর্গাপুর গ্রামের অধিবাসী কৃষক জজ মিয়ার পুত্র ফরহাদ রেজা জন্মগতভাবেই বায়ন (খাটো)। ফরহাদ রেজার প্রবেশ পত্র অনুযায়ী তার বয়স ১০/০৮/২০০৪ ইং।
সে বর্তমানে দুর্গাপুর ইবতেদায়ী নুরানি মাদ্রাসায় পঞ্চম শ্রেণি থেকে ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশ দিচ্ছে। তার ক্লাশ রোল ০৩ এবং বর্তমান পরীক্ষার্থী আইডি নং- ১২২০১৬৪০৭০২০০২৮৭।
দুর্গাপুর ইবতেদায়ী নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মনির হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘ফরহাদ রেজা দেখতে ছোট হলেও সে আমাদের অতি আদরের মেধাবী ছাত্র। তারা তিন ভাই। সে দ্বিতীয়। ফরহাদ রেজা ইবেতেদায়ী পরীক্ষায় ভাল ফলাফল করে চমক সৃষ্টি করবে বলে আমরা আশাবাদী।’
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২১ নভেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ