Home / সারাদেশ / ৩৪ ডিসিকে পদায়ন
সচিব

৩৪ ডিসিকে পদায়ন

দেশের ৩৪ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে তাদেরকে মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২০ আগস্ট ওই ২৫ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত আছে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪
এজি