চাঁদপুরের সকল উপজেলা সদরের ৭৭ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩৩ হাজার ৯শ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চাঁদপুরসহ সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় আগামি ১০ এপ্রিল বৃহস্পতিবার এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৯শ ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৭ টি।
চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মো. মহসীন উদ্দিন সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ৬ এপ্রিল এ তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে। চাঁদপুরের ৮ উপজেলায় ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯শ’ ৬৯ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭শ ২৬ জন ও কেন্দ্র ৪৬ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৪ শ’ ৫৫ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১২ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৮৮ জন।
প্রাপ্ত তথ্য মতে -হাজীগঞ্জে ১৪ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ হাজার ৭শ ৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। হাজীগঞ্জসহ সারাদেশের ন্যায় সকল উপজেলায় আগামি ১০ এপ্রিল এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ১৪ টি।
শাহরাস্তিতে ৯টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩ হাজার ৯শ ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে শাহরাস্তিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষায় ৩ হাজার ৯ শ ২৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৯ টি।
চাঁদপুর সদরে ১২ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৬ হাজার ৬ শ ২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্র ১০ টি। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩শ ৮৮ জন ও কেন্দ্র ৬টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ’ ৭৪ জন এবং কেন্দ্র ৩ টি ও এসএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে ১১১ জন।
exam ====
কচুয়ায় ১২ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ হাজার ৯ শ ৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্র এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩শ ৫২ জন ও কেন্দ্র ৭টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হার্জা ৩ শ’ ৬৫ জন এবং কেন্দ্র ৩ টি ও এসএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে ২ শ ৬৮ জন।
ফরিদগঞ্জে ১০ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৫ হাজার ২ শ ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্র ১০ টি। ১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২শ’ ৮ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩শ ৫৬ জন ও কেন্দ্র ৬টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭ শ’ ৪১ জন এবং কেন্দ্র ৩ টি ও এসএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে ১১১ জন।
মতলব উত্তরে ১০ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ হাজার ৪ শ ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্র এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬শ ৯৩ জন ও কেন্দ্র ৭টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৫ শ’ ২১ জন এবং কেন্দ্র ১ টি ও এসএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে ২ শ ৪৮ জন।
মতলব দক্ষিণে ৭ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ২ হাজার ৯ শ ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৯ জন ও কেন্দ্র ৪টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৫ শ’ ৩৬ জন এবং কেন্দ্র ২ টি ও এসএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে ১শ ৯৩ জন।

ফাইল ছবি
হাইমচরে ৩ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ১ হাজার ২ শ ৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৭শ ২৮ জন ও কেন্দ্র ১টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৩ শ’ ৬৫ জন এবং কেন্দ্র ১ টি ও এসএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে ১শ ৮৬ জন।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ৬ এপ্রিল এ তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে। কেন্দ্র সংক্রান্ত সভায় কয়েকটি সিদ্ধান্তের মধ্যে রয়েছে -কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ,পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি। স্ব স্ব কেন্দ্র সচিবের উদ্যোগে মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষক,পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা অধিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নিদের্শিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা করা হয়েছে বলো জানা গেছে।
সারাদেশের ন্যায় চাঁদপুরও এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে। চাঁদপুরে এবার ২০২৫ শিক্ষাবর্ষের এস এসসি ও সমমানের ৭৭ কেন্দ্রে অংশ নিচ্ছে। সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতিমূলক সভা ও সরকারি দিকনিদের্শনার নীতিমালা অনুসরণ বা মেনে চলতে হবে।
সংশ্লিষ্ঠ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা জানানোর জন্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভাটি হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্যে জেলা প্রশাসন কর্তৃক অনেকগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা কর্তৃক সরকারি নির্দেশিকা পাঠ করে উপস্থিত সকলকে অবহিত করা হয়। নকলমুক্ত ও শান্তিপ্রিয় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হবে। পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
আবদুল গনি
৮ এপ্রিল ২০২৫
এজি
Edit