৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর রচনা হবে: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের ভাগ্যোন্নয়নে খাল খনন, সেচব্যবস্থা উন্নয়নসহ যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। যার সুফল আজও দেশের কৃষক সমাজ ভোগ করছেন। দেশের নারীরাও আজ অর্থনৈতিক ও আর্থসামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন,এটিও শহীদ জিয়ার উন্নয়ন দর্শনেরই ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি বিএনপির ঘোষিত ৩১ দফায় আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সমর্থন জানান, তবে আমরা সেই ৩১ দফাকেই কেন্দ্র করে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা শুরু করব। সবার অধিকার নিশ্চিত করে ফ্যাসিবাদমুক্ত একটি সুশাসনের বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এ দেশের জনগণের আকাঙিক্ষত পরিবর্তনের নেতৃত্ব দেবেন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদ।

এ সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান ও পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম।

উঠান বৈঠকে বিএনপির নেতাকর্মী ছাড়াও স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৪ নভেম্বর ২০২৫