Home / আন্তর্জাতিক / ৩১ আগস্ট হজ, ১ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা
eid

৩১ আগস্ট হজ, ১ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা

সোমবার সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে হিসাবে আগামী ১ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদুল আযহা।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। সোমবার (২১ আগস্ট) সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্যানুযায়ী সুপ্রিম কোর্ট ১ সেপ্টেম্বর ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সে হিসেবে আগামি ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্র হজ।

সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এছাড়া উত্তর আফ্রিকান দেশসমূহ – লিবিয়া, লেবানন, মরোক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, সিঙ্গাপুরও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

এদিকে সৌদিআরবের সাথে মিল রেখে ১ সেপ্টেম্বর চাঁদপুরের অন্তত ৪০ গ্রামের মুসলমান বাসিন্দারা ঈদুল আযহার নামাজ আদায় করবে এবং পশু কোরবানি করবে।

সৌদি আরব করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ৬ : ৫০ পিএম, ২১ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply