Monday, 20 April, 2015 02:36:21 PM
চাঁদপুর টাইমস ডট কম :
আবারও খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের হত্যা ও শিরশ্ছেদের একটি ভিডিও ছেড়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের লিবিয়ার সমর্থকরা।
এবার ইথিওপিয়ার ৩০ জনের বেশি খ্রীষ্টানকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসে মিসরের ২১ জন খ্রীষ্টানকে হত্যা করে আইএস সমর্থিত লিবিয়ার বিদ্রোহীরা। আগের ওই ভিডিওর সঙ্গে সর্বশেষ ভিডিওর মিল রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
২৯ মিনিটের ভিডিও ফুটেজে এক দল লোককে লিবিয়ার সাগরের তীরে শিরশ্ছেদ এবং আরেক দলকে মরুভূমিতে গুলি করে হত্যা করতে দেখা গেছে। নিহতরা ইথিওপিয়ার চার্চের সদস্য এবং লিবিয়ার ওই বিদ্রোহীরা তাদের অপহরণ করে বলে মনে করা হচ্ছে।
তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। ইথিওপিয়ার তথ্যমন্ত্রী রিদয়ান হুসেইন বলেছেন, ভিডিওতে যে সব লোককে দেখানো হয়েছে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে সরকার। ওই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি মানবতাবিরোধী অপরাধ।
সূত্র: বিবিসি/রয়টার্স।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes