কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ একই পরিবারের ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ১১, সিপিসি- ২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ একই পরিবারের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর গ্রামের মৃত লাল মিয়া এর ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৬২), তার স্ত্রী আছমা বেগম (৪২) এবং ছেলে মোঃ হোসেন (১৯)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মোঃ সিদ্দিকুর রহমান দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে এবং তার পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৭ এপ্রিল ২০২৩