সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসিতে শতভাগ পাশ করেছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও জিপি এ ৫ পেয়েছে ৪৬৭ জন।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ৩ হাজার ৫শ ৭০জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৩শ ৮৬ জন। পাশের হার ৯৪.৮৫%। এর মধ্যে জিপি এ ৫ পেয়েছে ৪৬৭ জন, এ পেয়েছে ১২শ ৫ জন, এ মাইনাস পেয়েছে ৬৭৪ জন, বি গ্রেড পেয়েছে ৫শ ৯৩ জন, সি গ্রেড পেয়েছে ৪২৩ জন ও ডি গ্রেড পেয়েছে ২১জন।
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ট কলেজ, সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও আল কাউসার উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে।
সর্বোচ্চ ১২৮ জন জিপিএ ৫ পেয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ট কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৬৯জন।
উপজেলা শিক্ষা অফিস সৃত্রে জানা যায়, উপজেলার সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয় ও মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে কেউ জিপিএ ৫ পায়নি। উপজেলার ৩৩ টি বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে কম পাশের হার রামপুর উচ্চ বিদ্যালয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ নভেম্বর ২০২২