হাইমচর

হাইমচর ঈশানবালায় স্কুল নৌ-ফাঁড়িসহ ৩শ’ মিটার এলাকা নদীতে বিলীন

উজান থেকে নেমে আসা বন্যার পানির স্রোত আর মেঘনার প্রবল ঢেউয়ে চাঁদপুর হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে।

ক’দিনের ভাঙ্গনে ইউনিয়নের ঈশানবালা বাজারের চর কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, নৌ-পুলিশ ফাঁড়ি, হাট-বাজারসহ প্রায় ৩শ’মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে ওই ইউনিয়নের প্রায় সহস্রাধিক পরিবার ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সরেজমিনে ভাঙ্গন স্থানে গিয়ে দেখা যায়, ভাঙন আতঙ্কে নদী পাড়ের শ’ শ’পরিবার তাদের বসতঘরগুলো নিজেইরা সড়িয়ে নিচ্ছে। নদীতে বিলীন হয়ে যাওয়া ইশানবালা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের দোকানিরা নদীপাড়ে বসে আর্তনাত করছে।

এ বিষয়ে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ জানায়, ‘আমার এ ইউনিয়নটি নদী-সিকিস্তি চর এলাকা। একমাস ধরে মেঘনার স্রোতে এ ইউনিয়নের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।’

গত ক’ঘন্টার ভাঙ্গনে ইশানবালা বাজার, চর কোড়ালিয়া সপ্রাবি,মসজিদ,নৌ-পুলিশ ফাঁড়ি,বাজারের বেশকিছু দোকান সহ ৩০টি বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে ভাঙ্গনে প্রায় ৩শ’ পরিবার গৃহহীন হয়েছে।

বর্তমানের আরো প্রায় সহস্রাধিক পরিবার ভাঙ্গন আতঙ্কে রয়েছে। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত স্থায়ী প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে চাঁদপুর পানিউন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে মেঘনার পানি বিপদ সীমার ৪৯ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভাঙ্গনের চিত্র আরো ভয়াবহরূপ নিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ৯ : ৫৫ পিএম, ২২ আগস্ট ২০১৭, মঙ্গলবার
এইউ

Share