চাঁদপুর পৌরসভা নির্বাচনে, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরের কোনো পদেই ২৯ মার্চ ভোট গ্রহণ হচ্ছে না। ১৬ মার্চ সোমবার বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ নির্বাচন স্থগিত-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে জানিয়েছেন, ‘ভোট গ্রহণে পরিবর্তিত নতুন তারিখ পরে জানানো হবে। আপাতত নির্বাচন হচ্ছে না।’
এর আগে গেলো ১৩ মার্চ শুক্রবার ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে কাউন্সিলরদের বিষয়েটি ঠিক রেখে মেয়র পদে চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগতি করে নির্বাচন কমিশন (ইসি)। ওইসময় মেয়র পদে নির্বাচন স্থগিত করা হলেও পূর্ব নির্ধারিত তারিখ ২৯ মার্চ পৌরসভার ১৫ টি ওয়ার্ডের কাউন্সিলর, ৫টি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার বিষয়ে জানানো হয়। আরো পড়ুন-মেয়র পদে চাঁদপুর পৌরসভা নির্বাচনে ২৯ মার্চ ভোট গ্রহণ স্থগিত

মনোনয়ন ও প্রতীক চূড়ান্ত হওয়া চলমান প্রাার্থীদের প্রসঙ্গে প্রজ্ঞাপনে বিধি উল্লেখপূর্বক বলা হয়, ‘স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধি, ২০১০ এর বিধি ২০ এর উপবিধি (৩) অনুসারে নতুন তফসিল ঘোষণার পর মেয়র পদে বিদ্যমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যাতিত আগ্রহী অন্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেয়ার বিধান থাকবে। কিন্তু মেয়র ছাড়া স্থগিত সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনে নতুন কোনো প্রার্থীর মনোনয়ন দাখিলের সুযোগ থাকবে না। ফলে সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত করা হয়েছে সে পর্যায় থেকে বিদ্যমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে পুরোনো প্রার্থীদেরে নতুন করে কোনো মনোনয়ন জমা দিতে হবে না। শুধুমাত্র মেয়র পদে নতুন তফসিলে মনোনয়ন জমা দেয়ার সুযোগ থাকবে।
এ বিষয়ে পরবর্তীতে আরো নির্দেশনা দেয়া হবে বলে প্রজ্ঞানে উল্লেখ করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, চলমান করোনা ইস্যু ও আগামিতে এইচএসসি পরীক্ষা ইস্যুতে এ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা আসতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। আরো পড়ুন- চাঁদপুরের রাজনীতিকে শোকে ভাসিয়ে বর্ষিয়ান এক জননেতার অন্তিম বিদায়
প্রতিবেদক : দেলোয়ার হোসাইন, ১৬ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur