রাজনীতি

২৭ মাস পর সোহারাওয়ার্দীতে খালেদার সমাবেশ

মে দিবস উপলক্ষে রোববার জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশের আয়োজন করবে। প্রায় ২৭মাস পর সোহরাওয়ার্দী উদ্যানের ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি। তবে ঢাকায় খালেদা জিয়ার সর্বশেষ জনসভা হয়েছিল গত ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে।

এদিকে শুরুর দিকে সমাবেশের অনুমতি পাওয়া-না পাওয়া নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে শঙ্কা থাকলেও সমাবেশের অনুমতি পাওয়ায় বেশ উজ্জীবিত হয়ে উঠেছেন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়া পহেলা মে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেবেন। এই দিন সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামবে।

আর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পহেলা মে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মী উপস্থিত থাকবেন।

সমাবেশ সফল করার জন্য অনুষ্ঠিত এক যৌথ সভায় তিনি বলেছেন, সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ হবে স্মরণকালের ইতিহাসে সেরা সমাবেশ।
নিউজ ডেস্ক : আপডেট ৮:০২ এএম, ৩০ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ

Share