Home / চাঁদপুর / চাঁদপুরে আরও ২৬ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে আরও ২৬ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ১১৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৬টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৯২টি রিপোর্ট করোনা নেগেটিভ।

এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, হাইমচরর ২জন, মতলব উত্তরের ৬জন, মতলব দক্ষিণের ৫জন, ফরিদগঞ্জের ৬জন, হাজীগঞ্জের ২জন ও কচুয়ার ১জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৩৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৩৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮০৫জন, ফরিদগঞ্জে ২৩৯জন, মতলব দক্ষিণে ২১৭জন, শাহরাস্তিতে ১৯৯জন, হাজীগঞ্জে ১৮৯জন, মতলব উত্তরে ১৭৩জন, হাইমচরে ১৩১জন ও কচুয়ায় ৮০জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ আগস্ট ২০২০