চাঁদপুর

চাঁদপুরে চিকিৎসক ও পুলিশসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে পুলিশ ও চিকিৎসকসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৫ জুলাই চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে মতলব উত্তর থানার ওসি ও চাঁদপুর সদরের ৪জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন চিকিৎসক রয়েছেন।

এর মধ্যে চাঁদপুর সদরের ১৩জন, মতলব দক্ষিণের ৪জন, মতলব উত্তরে ১জন, হাজীগঞ্জের ১জন, শাহরাস্তির ৬জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) ৭৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৫টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৩৬৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫২২জন, ফরিদগঞ্জে ১৬৬জন, মতলব দক্ষিণে ১৫৮জন, হাজীগঞ্জে ১৩৪জন, শাহরাস্তিতে ১৪১জন, হাইমচরে ১০০জন, মতলব উত্তরে ৯১জন ও কচুয়ায় ৫৪জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৫ জুলাই ২০২০

Share